Saturday, 21 December 2013

ওসমানীনগরে অটোরিক্সা গাড়ি চুরি

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে বাড়ী থেকে একটি অটোরিক্সা (সিএনজি) নং সিলেট-থ - ১১-৬৪৫১ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে থানার ভাগলপুর গ্রামে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডায়েরী নং ৭৩৭। গাড়িটির বর্তমান বাজার দর প্রায় ৪লক্ষ টাকা।

জানাযায়, ওসমানীনগর থানার গোয়ালাবাজার ইউপির ভাগলপুর গ্রামের সমছু মিয়া তাঁর নিজস্ব অটোরিক্সা(সিএনজি) বুধবার রাত ১০টার দিকে চালনা শেষে তালা দিয়ে নিজ বাড়ীর গ্যারেজে রেখে ঘুমিয়ে পড়েন। যার নং সিলেট-থ-১১-৬৪৫১, ইঞ্জিন নং-এএএমবিএলডি(AAMBLD)-০৯৩৭২, চ্যাসিস নং-এএএফবিএলই(AAFBLE)-০৫৪৯২। পরদিন বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গ্যারেজে তার অটোরিক্সা(সিএনজি) গাড়ির তালা ভেঙ্গে চুরেরা গাড়িটি নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে ওসমানীনগর থানায় তিনি বাদি হয়ে বৃহস্পতিবারে একটি সাধারণ ডায়েরী করেছেন। গাড়ি মালিক সমছু মিয়া জানান রাত অনুমান ৩টার দিকে সংঘবদ্ধ চোরের দল তার গাড়িটি নিয়ে গেছে।