Thursday 24 April 2014

ওসমানীনগরে গ্যাস লাইনের সাবস্টেশনের বৃত্তি প্রস্তর স্থাপন

মোঃ কয়েছ মিয়া :: সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বালাগঞ্জ ও ওসমানীনগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল গ্যাস। এলাকাবাসীর এই দাবি বাস্তবায়ন হতে যাচ্ছে। আ’লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকাবাসীর এই দাবি পূরণ করে দিচ্ছেন। এই দাবি
বাস্তবায়নে  অর্থমন্ত্রীর আন্তরিক ভাবে কাজ করেছেন। তাই এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ট্রান্সমিশন লাইনের কাজ শেষ হওয়ার পর ড্রিষ্টিবিউশন লাইনের কাজ করা হবে। আর সে কাজ যত দ্রুত করা যায় সে ব্যাপারে অতীতের ন্যায় কাজ করে যাবো। কাজের উন্নয়নে সর্বাত্মক সহযোগীতা করার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান তিনি। আজ বৃহস্পতিবার ওসমানীনগর থানার তাজপুরে জালালাবাদ গ্যাসের সাবস্টেশনের বৃত্তি প্রস্ত্তর স্থাপন কালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। প্রকল্প পরিচালক প্রকৌশলী জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর আ’লীগের সভাপতি কবির উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ওসমানীনগর আ’লীগের সহসভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক আবদাল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আলাউর রহমান, কাজী হেলাল, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, আ’লীগ নেতা কাজী ইকবাল, আবদুস সালাম, আবদুস শুকুর, আবদুস ছালিক, ফারুক মিয়া, মকবুল মিয়া, ওসমানীনগর থানা যুবলীগের সভাপতি আনা মিয়া, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক চঞ্চল পাল, থানা  যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল হক, সিলেট  আইন কলেজের ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রাশেদ প্রমূখ।