Saturday 3 September 2011

ওসমানীনগরে এই প্রথম সাইবার ক্যাফে চালু

ডিজিটাল চর্চার প্রত্যয় নিয়ে তথ্য প্রযুক্তির সেবার কাছে পৌঁছে দেবার লক্ষ্যে ওসমানীনগরের গোয়ালাবাজারে গত ১৮ আগষ্ট অপটিক্যাল ফাইবার ক্যাবল ইন্টারনেট সংযোগ নিয়ে বাংলাটেক সাইবার ক্যাফে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান
চৌধুরী। প্রধান অতিথি সাইবার ক্যাফেটি ফিতা কেটে উদ্বোধন করেন। প্রধান অতিথি বক্তব্য বলেন এই অঞ্চলে সাইবার ক্যাফে উদ্বোধনের মাধ্যমে আধুনিকতার যাত্রা আরো মজবুত হবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ ভিশন ২১ গড়ে ওঠার জন্য এক ধাপ পদক্ষেপ এগিয়ে যাবে। তিনি আরো বলেন বর্তমান সরকার প্রযুক্তির উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আমি মনে করি বাংলাটেক সাইবার ক্যাফে এর সহযাত্রী। এই সাইবার ক্যাফের লক্ষ্যে ও উদ্দেশ্য হলো ওসমানীনগর বাসিকে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি সর্ম্পকে ধারনা দেওয়া ও তরুন তরুনীদের পড়াশুনার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিমুখী করা। এই ক্যাফের সিম্বলই হলো তারুন্যের বিজয়। তারুন্য ভিত্তিক কথা হলো আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দারিদ্র থাকতে পারে না। তথ্য প্রযুক্তি জানা ব্যক্তির কর্মসংস্থানের অভাব হয় না। এই সাইবার ক্যাফেটি ওসমানীনগর বাসীর বিভিন্ন পেশার মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছ। প্রতিষ্টানের পরিচালক মো: সুহিন আহমদ ও সাংবাদিক মো: কয়েছ মিয়ার পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ও গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক,ওসমানীনগর থানা আওয়ামীলীগের সহ সাধারণ আলাউর রহমান আলা,গোয়ালাবাজার বনিক সমতি সভাপতি আব্দুর রব গেদা মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আকদ্দুছ আলী,তোফায়েল আহমদ,বুলবুল মিয়া,শাহীন আলী,ফুল মিয়া মাস্টার,আমির হোসেন হেলাল আহমদ,শাহজাহান আহমদ,আক্তার আহমদ,সমাজ সেবী তোরণ মিয়া,সাংবাদিক উজ্জল দাশ,সিতু সূত্রধর,আব্দুল হাদী,ইফতেকার আহমদ খোকন,সাজ্জাদ গজনবী রুনু ছাত্রলীগ নেতা দিলদার আলী,দিলাল আহমদ,মিজান আহমদ,কাওছার আহমদ,নিপ্পন সূত্র ধর,সারওয়ার আহমদ শিপু,সাজন মিয়া। ছাত্রদল নেতা শিপন আহম,রাসেল আহমদ,দোরুদ মিয়া প্রমূখ।