প্রবাসীদের কথা

শত ব্যস্ততায়ও ভূলেন নি যারা এ দেশের মানুষকে
সিলেট তথা সারা দেশের হাজার হাজার দেশান্তরী মানুষের স্বপ্নের দেশ বিলাসী জীবনের এক অপর নাম ব্রিটেন (লন্ডন)। বাংলাদেশ তথা ওসমানীনগরের সিংহভাগ মানুষ ব্রিটেনে বহুকাল ধরে বাস করে আসছে। যার পুরো বাংলাদেশের চার ভাগের  তিন ভাগই সিলেটী বাঙ্গালী। এ জন্য লন্ডনে সিলেটী নামটাও ঐতিহ্যবাহী । সেখানে আমাদের সিলেটী সংস্কৃতির বিভিন্ন ধরনের আচার-অনুষ্টান হয়। তাদের কষ্টার্জিত টাকা এদেশের মানুষের উপকারের জন্য যুগযুগ ধরে এদেশের অর্থনৈতির চাকাকে সচল রাখতে ব্যাপক অবধান রেখে চলছেন। তারা প্রবাসে থেকেও এদেশের মানুষকে ভূলেননি। দেশের মানুষের সুখ-দুঃখের দাবিদার হতে প্রতি বছর প্রাণের টানে ছুটে আসেন বাবা দাদার দেশ বাংলাদেশে।  এমনি এক দেশ প্রেমিক ব্যক্তি মোঃ নুরুল হক। তাঁর গ্রামের বাড়ি
সিলেট জেলার ঐতিহ্যবাহী ওসমানীনগর থানার ভাগলপুর(মুতিয়ার গাঁও) গ্রামে । বর্তমানে লন্ডন ই-ওয়ান স্টেপনি এলাকার বাসিন্দা। ১৯৭৩ সালে তাঁর জন্ম এক সম্ভান্ত এক মুসলিম পরিবারে । তাঁর বাবার নাম আব্দুল তাহিদ। মাতা নাম সেলিনা বেগম । তিনি ৯বছর বয়সে মা-বাবার সাথে ব্রিটেনে পাড়ি দেন। বাবা ছিলেন এক জন ধার্মিকও ধনী জোতদার।  তিন ভাই ও তিন বোনের  মধ্যে তিনি দ্বিতীয় । লন্ডন হলেন্ড পার্ক  স্কুল ও টাওয়ার হেমলেট কলেজে লেখাপড়া করে সাফল্যর সাথে পড়ালেখা শেষ করে বর্তমান লন্ডনে কর্মরত । তিনি দেশ বিদেশে শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমের সাথে অনেক দিন ধরে সম্পৃক্ত রয়েছেন। তিনি বালাগঞ্জ কলেজে শিক্ষার উন্নয়নে ব্যাপক অবধান রেখেছেন এবং ইউকে ভিত্তিক বৃহত্তর বালাগঞ্জ এডুকেশন ট্রাষ্ট এর একজন সম্মানিত সদস্য। স্কুল কলেজ ,মসজিদ মাদ্রাসার বিভিন্ন কাজে বহুদিন ধরে নিজেকে বিলিয়ে দিয়ে আসছেন । দেশের মাটি ও মানুষের ভালবাসার জন্য সত্যিই এধরণের ব্যক্তি প্রশংসার দাবিদার।