তথ্য প্রযুক্তি

বারিয়ে নিন র‌্যামের ক্ষমতা
আমরা সাধারণত কম্পিউটারের উইন্ডোজ ব্যবহারের কারণে অনেক নিস্ক্রিয় প্রোগ্রাম র‍¨vমে এসে জমা হয়। যা পিসির গতি কমিয়ে দেয়। এ রকম হলে আমরা সাধারণত পিসি রিস্টার্ট করে র‍¨vম পরিস্কার ছাড়াই র‍¨vমের অসার প্রোগ্রামগুলো সরিয়ে নিতে পারেন। এ জন্য ডেস্কটপে ফাকা জায়গায় মাউস রেখে ডান ক্লিক করে New  shortcut এ যান। এখন যে ফাকা বক্সটি আসবে সেখানে নিচের কোডটি হুবহু লিখুনঃ %windir%\system32\rundll32.exe advapi32.dll.ProcessldleTasks
Gevi Next নির্বাচিত করে clear ram নামে নতুন একটি শর্টকার্ট আইকন এসেছে। লক্ষ্য করুন এখন ডেস্কটপে নতুন আইকন এসেছে। এই আইকনটিতে দুইবার ক্লিক দিলেই র‍¨vমের অসাড় প্রোগ্রাম দূর হয়ে যাবে। এভাবে প্রয়োজন অনুযায়ী এ কাজ করতে পারেন।

পেনড্রাইভে ফাইল আছে কিন্তু দেখতে পারছেন না?
 আপনার সখের পেন ড্রাইভে ফা্ইল আছে কিন্তু দেখতে পাচ্ছেন না!কোন চিন্তা নেই এখুনি বেরিয়ে যাবে সব ফাইল গুলো পেনড্রাইভে ফাইল আছে। কিন্তু অনেকসময় দেখা যায় না। এসব ফাইল দেখার জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ ঠিক চিহ্ন দিয়ে OK করুন। নতুন একটি উইন্ডো এলে Yes করুন। এখন My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-তে ক্লিক করুন। Show hidden files and folders-এ ঠিক চিহ্ন দিন এবং Hide extensions... ও Hide protected... বক্স থেকে ঠিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো লুকায়িত অবস্থায় দেখা যাচ্ছে এবং সেগুলো ভালো আছে, নষ্ট হয়নি।                                   
এক্সেল জানাবে আপনার বয়স
মাইক্রোসফট এক্সেলের সাহায্যে তৈরি করা একটি ফাইলের সাহায্যে আপনি নির্ভুলভাবে বয়স গণনা করতে পারেন। এইজ ক্যালকুলেটর নামের এই এক্সেল ফাইলটি http://mediafire.com/?rtcivk903ctyt9e ঠিকানা থেকে নামিয়ে নিন। ফাইলটি খুলে Current date লেখা বক্সে পর্যায়ক্রমে বর্তমান দিন মাস সাল লিখুন (অর্থাৎ আজকের দিন-তারিখ সাল) এরপর Date of birth লেখা বক্সে পর্যায়ক্রমে আপনার জন্মদিন, তারিখ সাল লিখুন। এরপর Age লেখা বক্সে ক্লিক করলেই দিন, তারিখ মাসের হিসাবে আপনার প্রকৃত বয়স বের হয়ে যাবে। এই নিয়মে যে কারও বয়স গণনা করতে পারবেন।
স্পইওয়্যার থেকে কম্পিউটার রক্ষা
অনেক সময় কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে স্পাইওয়্যার ইনস্টল হয়ে পড়ে। স্প্যাইওয়্যার থেকে কম্পিউটারকে রক্ষা করতে ব্যবহার করতে পারেন 'স্পাইওয়্যার ডকটর' সফটওয়্যার। এটি বিনা মূল্যে www.pctools.com/spyware-doctor ঠিকানার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর কম্পিউটার ভাইরাস স্ক্যান করে নিতে হবে।
ফটোশপের বিকল্প সফটওয়্যার
ছবি সম্পাদনার কাজে আমরা অনেকেই ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে থাকি। তবে ইচ্ছা করলেই ব্যবহার করতে পারেন ফটোশপের বিকল্প সফটওয়্যার 'গিম্প'। মাত্র ১৭ মেগাবাইট আকারে এই সফটওয়্যারে রয়েছে ফটোশপের প্রায় সব সুযোগ-সুবিধা। http://www.gimp.org/ downloads/ ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
সফটওয়্যার ছাড়াই ইউটিউবের ভিডিও
ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব থেকে ভিডিও নামাতে হলে সফটওয়্যারের প্রয়োজন হয়। ওয়েবসাইট দেখার মজিলা ফায়ারফক্সের সাহায্যে ইচ্ছে করলে আপনি সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও নামাতে পারেন। এ জন্য আপনার ‘ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডার’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) লাগবে। এটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/10137 ঠিকানা থেকে নামিয়ে নিন। এবার ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এখন ইউটিউবে গিয়ে যেকোনো একটি ভিডিও নামানোর জন্য নির্বাচিত করুন। খেয়াল করুন ভিডিওটির নিচে বিভিন্ন ফরম্যাটে নামানোর সুযোগ রয়েছে। এখান থেকে পছন্দসই ফরম্যাটে ক্লিক করলেই ভিডিও নামানো যাবে। 

পেনড্রাইভের ভাইরাস দূর করুন
পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম থাকলেও অনেক সময় তা শনাক্ত করা যায় না। তবে চাইলে আপনি সহজেই পেনড্রাইভের ভাইরাস শনাক্ত করতে পারেন। এ জন্য আপনার ইউএসবি পোর্টে পেনড্রাইভটি লাগানোর পর Start/run-এ গিয়ে cmd লিখে কমান্ড অপশন খুলুন। এখন মাই কম্পিউটারে ঢুকে আপনার পেনড্রাইভ কোন ড্রাইভ হিসেবে আছে, তা জেনে নিন। যেমন, ড্রাইভ লেটার যদি L হয়, তাহলে কমান্ড অপশনে L: লিখে এন্টার করুন। এরপর dir/w/o/a/p এই নির্দেশটি (কমান্ড) হুবহু লিখে এন্টার চাপুন। এখন আপনি পেনড্রাইভে থাকা ফাইলের তালিকা দেখতে পারবেন। ফাইলের তালিকায় Bha.vbs, Iexplore.vbs, RVHost.exe, Ravmon.exe, New_Folder.exe, Autorun.inf ইত্যাদি নামের কোনো ফাইল অথবা .exe এক্সটেনশনের কোনো ফাইল আছে কি না দেখুন। যদি এ রকম কোনো ফাইল দেখতে পান তাহলে attrib -h -r -s -a *.*কমান্ড লিখে এন্টার করুন। এখন del filename কমান্ড লিখে এন্টার চাপুন। এখানে filename-এর জায়গায় ওই ফাইলের নাম হুবহু লিখতে হবে। যেমন, আপনি যদি Autorun.inf ফাইলটি মুছতে চান, তাহলে del Autorun.inf লিখে এন্টার করুন।এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন। এ ছাড়া সম্ভব হলে সর্বোচ্চ সুরক্ষার জন্য নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ সম্পূর্ণ স্ক্যান করুন।

ই-মেইল পাঠানোর নিয়ম
এমএস আউটলুক থেকে ই-মেইল পাঠাতে ফাইল মেনু থেকে New\Mail Message (Ctrl+N) অথবা Message মেনু New Message নির্বাচন করুন। এরপর যে ঠিকানায় মেইলটি পাঠাবেন, সেটি এবং একটি বিষয় (সাবজেক্ট) লিখে ফাইল থেকে সেন্ড মেসেজ (Alt+S) অথবা সেন্ড বাটনে ক্লিক করুন। একাধিক ঠিকানায় মেইল পাঠাতে চাইলে CC: এবং BCC: ব্যবহার করুন। CC:-এর ক্ষেত্রে সব মেইল প্রাপকই জানতে পারবেন ওই মেইল অন্য কোন কোন ইউজারকে পাঠানো হয়েছে। কিন্তু এর BCC: ক্ষেত্রে এর বিপরীত অর্থাৎ শুধু সেই ইউজারই জানতে পারবেন, যাঁকে আপনি মেইলটি পাঠিয়েছেন

ইউপিএস থেকে বাড়তি সুবিধা
সাধারণত বিদ্যুৎ না থাকলে একটি সাধারণ মানের ইউপিএস ১৫-২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ করে (ব্যাকআপ)। কিন্তু আপনি হয়তো এমন কাজ করছেন, যা এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন না। তবে এই সমস্যা থেকে উত্তরণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের হাইবারনেট-সুবিধা আপনাকে কাজে দেবে। কম্পিউটারটিকে ঘুম পাড়িয়ে দেবে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো—
ডেস্কটপে মাউসের ডান বাটন ক্লিক করে Pৎopeৎties-এ যেতে হবে। এখানে গিয়ে Scৎeensaveৎ-এ প্রবেশ করে Poweৎ অপশনে ক্লিক করুন। এবার ওপরের মেনু থেকে Hibeৎnate-এ ক্লিক করে Enable Hibeৎnate-এ টিক চিহ্ন Ok চাপুন। এবার আবার Poweৎ বাটনে ক্লিক করে Advanced Select করতে হবে। এখন When I pৎess the sleep button on my computeৎ-G Hibeৎnate Select করে Ok করুন। অনেক কিবোর্ডে Sleep button থাকে না, সে ক্ষেত্রে When I pৎess the poweৎ button-এ Hibeৎnate select করে দিতে হবে। যখন বিদ্যুৎ চলে যাবে তখন sleep button চাপতে হবে, আর যে কিবোর্ডে sleep batton নেই সেখানে Poweৎ বাটন চাপতে হবে। দেখবেন আপনার কম্পিউটারটি Hibeৎnate-এ চলে গেছে। আর এতে আপনার কম্পিউটার চালু থাকবে সেই সঙ্গে বিদ্যুৎ খরচও কম হবে। আরও ভালো সাশ্রয় চাইলে মনিটরটিকে বন্ধ করে দিতে হবে। বিদ্যুৎ চলে এলে এবার কম্পিউটারটি চালু করুন।

অনলাইনে সুপ্রিম কোর্টের মামলার তালিকা
দেশের উচ্চ আদালতে প্রতিদিন প্রায় ১০ হাজার মামলার বিচারকাজ চলে। আর এই ১০ হাজার মামলার মধ্যে একজন আইনজীবীর মামলার কার্যতালিকা সহজে খুঁজে বের করতে বেসরকারিভাবে চালু করা হয়েছে ওয়েবসাইট। নতুন চালু হওয়া www.sentbd.com ওয়েবসাইট থেকেই আইনজীবীরা জানতে পারবেন প্রতিদিন তাঁদের মামলার তালিকা। আইনজীবীদের সুবিধায় নতুন এ সেবা চালু করেছে সুপ্রিম কোর্টের 'কজলিস্ট সার্চার' হিসেবে পরিচিত সিদ্দিক উল্লাহ। শুধু আইনজীবীরাই এই সুবিধা ভোগ করতে পারবেন। এ জন্য আইনজীবীদের উলি্লখিত ওয়েবসাইটে পাসপোর্ট আকারের ছবি ও ব্যক্তিগত তথ্য পূরণ করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
এ বিষয়ে সিদ্দিক বলেন, 'আইনজীবীদের মামলার তালিকা সহজে খুঁজে বের করতে দীর্ঘসময় গবেষণা করে এই পদ্ধতি চালু করেছি। এখন সুপ্রিম কোর্টের প্রত্যেক আইনজীবী বিনা মূল্যে ঘরে বসেই তাঁদের নিজস্ব মামলার কার্যতালিকা দেখতে পারবেন। এই ওয়েবসাইট চালুর বিষয়ে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতারা অনেক সহযোগিতা করেছেন।