আমাদের কথা

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আওয়ার ওসমানীনগর ডট ব্লগস্পট ডট কম এর পক্ষ থেকে সকল ভিজিটরদেরকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আমার এ ক্ষুদ্র প্রয়াসে হাঁটি-হাঁটি পাঁ-পাঁ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য এই ব্লগটি তৈরী করা। আসুন সবাই মিলে তথ্য আদান-প্রদান করি নিজের দেশ ও এলাকা সম্পর্কে অন্যকে জানাই। আর আপনার আগমনে এই ব্লগটি প্রতিদিন প্রাণবন্ত হয়ে উঠতে পারে। সিলেট জেলার সর্বশেষ প্রান্তে এক নৈসর্গিক সবুজ বেষ্টনীর পরিবেশে সৃষ্টি এবং প্রবাসী অধ্যুষিত এলাকার ওসমানীনগর। থানার নামটি নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম,এ,জি ওসমানীর নামে। তিনিও এ এলাকার সন্তান। এলাকার গ্রামগুলো সবুজর সমারোহে খোদার এক অপূর্ব সুন্দর সৃষ্টি। নদী মাতৃক দেশ হিসাবে এলাকার পাশ ঘেষে বয়ে গেছে ছোট বড় অনেক নদী-নালা খাল-বিল হাওর-বাওর। এর মধ্যে খ্যতিমান নদী হাওর হিসাবে সুনাম রয়েছে কুশিয়ারা নদী, সাদী খাল, বুড়ি নদী, বানাইয়া হাওর, হারোয়া , নিরাইয়া, চেঘাবিল, সাতপুকুর, লোমবিল ইত্যাদি। এই এলাকায় মুসলিম,হিন্দু সহ বিভিন্ন ধর্মের লোক বসবাস করে এবং সব ধর্মের লোকজন ধর্মপ্রাণ। এখানকার গ্রামের মানুষ কৃষি, ব্যবসা, প্রবাস ও সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করে যাচ্ছেন যা কম-বেশী আমাদের সবার জানা। শিক্ষার অগ্রগতি ব্যাপক হারে বেড়েছে। এ এলাকার বেশীর ভাগ মানুষ ব্রিটেন(লন্ডন) সহ বিশ্বের বিভিন্ন দেশে এ দীর্ঘ দিন ধরে বসবাস করছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক খাতে দেশে অর্থ পাঠিয়ে বিরাট অবদান রাখছেন যা এদেশবাসী সিলেট জেলার কয়েক উপজেলাকে ২য় লন্ডন বলেও খ্যাতি রয়েছে। এর মধ্যে আমাদের ওসমানীনগর থানা এলাকারও খ্যাতির সিড়িতে কম নয়। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের খানিকটা কিছু জানার কাজে আসে তখনই আমার তথা ওসমানীনগরবাসীর।

বিঃদ্র :: ব্লগটি তৈরী করতে ভুলত্রুটি থেকে মুক্ত থাকার জন্য আমি অনেক চেষ্টা করেছি । তারপরও পাঠকের সামনে যদি তথ্যগত কোনো ভূল  পরিলক্ষিত হয় তাহলে অনুগ্রহ পূর্বক আমাকে অবহিত করুন। আমি আপনার মতামত ধন্যবাদের সহিত গ্রহণ করিব। তাছাড়া অনেক তথ্য বাদ পড়তে পারে আপনিও সহযোগিতা করতে পারেন।

:: ধন্যবাদান্তে ::
মোঃ কয়েছ মিয়া