Sunday 20 July 2014

ওসমানীনগরে চার কুখ্যাত ডাকাত রিমান্ডে

স্টাফ রিপোর্টার :: সিলেটের ওসমানীনগরে চার কুখ্যাত ডাকাতকে রিমান্ডের জন্য প্রেরণ করেছে আদালত। সিলেট চীপ জুডিশিয়াল ম্যাজিট্রেটের আদালতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ বিচারক। গত ১৬ জুলাই বুধবার ওসমানীনগর থানা পুলিশ উক্ত ডাকাতদের তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। ১৮ জুলাই শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রিমান্ডকৃত কুখ্যাত ডাকাতরা হচ্ছেন ওসমানীনগর থানার ভাগলপুর-মুতিয়ার গাও গ্রামের জুয়াদ উল্লার পুত্র আতিক মিয়া(৪৮), মৌলভীবাজার সদর থানার আতালগীরী গ্রামের আজিজুর রহমানের পুত্র সাদ্দাম হোসেন কাজল(৩২), ওসমানীনগর থানা পশ্চিম রোকনপুর গ্রামের আস্সদ উল্লার পুত্র সুরুজ আলী(২৭), জগন্নাথপুর থানার উত্তর কালনীচর গ্রামের আরজত আলীর পুত্র সুহেল (২৭)।
জানাযায়, গত ৩১ জানুয়ারী শুক্রবার দিনগত গভীর রাতে থানার হস্ত্তিদুর গ্রামে আজির উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ তিন লাখ টাকা স্বর্ণালংকারসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন ০১.০২.২০১৪ ইং তারিখে আজির উদ্দিন দায়ের করেন একটি ডাকাতি মামলা। এরই প্রেক্ষিতে পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। উক্ত ডাকাতদের (টিআইপি)সনাক্ত করেছেন বাদী আজির উদ্দিন।
উল্লেখ্য যে, কুখ্যাত ডাকাত আতিক ২০০৮সালের ১জুলাই ওসমানীনগর থানার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর-মুতিয়ারগাঁও গ্রামের প্রবাসী দরছ উল­ার বাড়ীতে হানা দিয়ে দরছ উল্ল­াকে হত্যা করে। এবং স্বর্ণালংকারসহ ২০ প্রায় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন ২ জুলাই ওসমানীনগর থানায় ডাকাতি মামলাসহ একটি হত্যা মামলা দায়ের করেন প্রবাসীর ছেলে আজাদ মিয়া। মামলা নং-৩, জিআর ১৪০। এছাড়া কুখ্যাত ডাকাত সাদ্দাম হোসেন কাজল, সুরুজ আলী, সুহেল এর বিরুদ্ধে ওসমানীনগর থানাসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতিসহ প্রতিজনের বিরুদ্ধে অর্ধডজনের উপরে মামলা রয়েছে। ডাকাত সুহেল ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাক আসামী ছিল।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান এই চার ডাকাত এলাকার মধ্যে কুখ্যাত। তাদের ২দিনের রিমান্ডে নিয়েছি। রিমান্ডে ডাকাতরা ডাকাতির ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এবং ডাকাতির অপরাধের কথা স্বীকার করেছে। তাদের তথ্যর ভিত্তিতে তদন্ত চলছে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। চার ডাকাতকে শুক্রবার সিলেট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।