Thursday 12 March 2015

রাজনীতি জনকল্যাণমুখি হওয়া দরকার -বন ও পরিবেশ মন্ত্রী



মো. কয়েছ মিয়া :: বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন রাজনীতি জনগণের কল্যাণমুখি হওয়া দরকার। মানুষ পোড়িয়ে মারাকে রাজনীতি বলে না। আমাদের রাজনৈতিক চরিত্র পরিবর্তন
করতে হবে। মানুষ মারার রাজনীতি থেকে বেড়িয়ে আসতে হবে। ১১ মার্চ বুধবার বিকেলে ওসমানীনগরের উমরপুর ইউপির খাদিমপুর নছিব উল্যা উচ্চ বিদ্যালয়ে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে‘র’বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা গুলো বলেন।
ট্রাস্ট সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, আমাদের দেশে শিক্ষিতের হার ১৬ শতাংশ থেকে বেড়ে তা ৮০ শতাংশে উন্নিত হয়েছে। দেশের শিক্ষাসহ সার্বিক উন্নয়নে প্রবাসীরা ব্যাপক ভূমিকা পালন করে আসছে।
ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়াছের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ শাহ আজিজুর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃত্তি বিতরণ কমিটির আহবায়ক ট্রাস্টি হারুনুর রশিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, আতাউর রহমান মানিক, মকদ্দুছ আলী, ট্রাস্টি আব্দুল গফুর খালিছদার, আব্দুল কুদ্দুস শেখ, মোহাম্মদ আয়াছ, আবুল কাহার লিটন, গোলাম কিবরিয়া, শেখ নুরুল ইসলাম জিতু, জুয়েল আহমদ, আজমল আলী খান, বাবুল খান, আতিকুর রহমান লেবু, ইলয়াছুর রহমান, সুহেল মিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকি, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগর সাবেক সভাপতি কবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, মঙ্গল চন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মকবুল আলী, জাতীয়পার্টির বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি সুফি মাহমুদ, জাপা নেতা সিরাজ মিয়া, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সমাজ সেবক সায়মন আলী, গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, চাঁন্দাইর পাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান, খাদিমপুর নছিব উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের ইংরেজী প্রভাষক দিলিপ চক্রবর্তী, শাহজালাল (র:) ব্রাহ্মণগ্রাম মাদরাসার শিক্ষক ওলিদ আহমদ, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, সমাজসেবক মামুনুর রশিদ খলকু, সোহাদ আহমদ, মাসুমুর রশিদ, আওয়ামীলীগ নেতা নাজমুল হোসেন মটুক, ওসমানীনগর যুব সংহতির সভাপতি আশিক মিয়া, যুব সংহতি নেতা আব্দুল মুকিত, থানা ছাত্রলীগ নেতা সুহিন আহমদ, সঞ্জয় সূত্রধর, সুমন আহমদ, শাহজাহান আহমদ, শ্যামল, ফারহান, রকি, দোলন, রফি। সভার শুরতে পবিত্র কোর আন থেকে তেলওয়াত করেন হাফিজ মহসিন আহমদ।
অনুষ্ঠানে বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র’ পক্ষ থেকে ওসমানীনগর ও বালাগঞ্জের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১’শ শিক্ষার্থীর মধ্যে ৩৩ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়।